Wednesday 20 May 2015

Android, Max Player এর- Ac3 - ; Audio প্রবলেম Solve। ও, Max এর আদার প্রবলেম নিয়ে কিছু কথা ও তাদের Solve.

-----1 st-------

Android এর Vadio দেখার জন্য তো প্রচুর ভিডিও player আছে।
জা আমরা Play Store থেকে অনেকেই নামাই,বা আছে।

কিন্তু, এর মোধ্যে Best, Best জোদী বলেন, আমি আমরা সবাই বোলবো সেটা হোলো Max Player
এর মোধ্যে সব গুণ ভালো বোলেই,
Max আজও ১ মেই রয়ে আছে।
কি নেই এর মোধ্যে।
সব কিছুই আমাদের মোনের মতো কোরে -ডেভালপারা এর মোধ্যে সাজিয়ে দেয়িছেন,আর প্রতি আপডেট ভারসানে এক এক নতুনত্ব তো আনতেই আছেন।।

হে,এবার মূল কথাই আসি।
সব কিছুই তো ভালো,
কিন্তু প্রবলেম হোয়ে জাই একটা জাইগায়।

যখোন কোনো বেশ কিছু HD,Mkv,Date, etc ভালো মানের ভিডিও Play কোরতে জাই,
ইস্কিনে শো করে --

Ac3 Audio Not Support On Your Phone.

==প্রবলেম টা ঠিক এই রকোম দেখায়।।

এখানে আপনার Vadio টা দিব্বি চোলে জাবে,কিন্তু Audio আর কোনো ভাবেই শুনতে পারবেন না।

বিরক্তর তখোন আর শেষ থাকেনা।

ঠিক এই প্রবলেম টাই, জারা ফেস কোরছেন, তারা নিচের ধাপ গুলো ভালো ভাবে খেয়াল কোরলেই পারবেন।
আপনাদের আর ওই সব ভিডিও-র জন্য, অন্য কোনো Player দিয়ে চালানো লাগবেনা।

***১মে এ জেটা আপনাকে কোরতে হবে আমি নিচে Dropbox এ একটা 38 mb এর জিপ  ফাইল আপলোড কোরে দিয়েছি, সেটাকে Downlode কোরে, আপনার Sd মেমোরি কাডের এর, জেকোনো জাইগায় জিপ ফাইল টা রেখে দিন(আনজিপ করার কোনো প্রয়োজন নেই,এটা এখানে দরকারি ই পোড়বেনা)।

****  === জিপ ফাইল টা Downlode কোরতে এখানে জান।

*** আর সবার সুবিধার জন্য রিসেন্ট আপডেট Max Player টাও আপলোড দিলাম,
পারলে Play Store থেকে Installed কোরতে পারেন,নো প্রবলেম।

== Max এর রিসেন্ট  আপডেট ভারসান Downlode কোরতে এখানে জান।

এবার নিচের সট গুলো ভালো দেখতে লাগুন, আর সেই ভাবে সেটিং করুন।
আশা কোরি পারবেন।

Step: 1.                                  
****  === জিপ ফাইল টা Downlode কোরতে এখানে জান।

Step: 2.       Move it to a specific location & keep it on your mind.


Step: 3.       Open MX Player. go to Settings >Decoder > Custom Codec

ওখানে click

Step: 4.           Now a mini pop-up window will open. now select that file


 

Step: 5.      It will say to restart MX Player. click ok. then MX Player will restart by itself.

Your MX player is ready to play AC3 files.... Check It Now.




======================================================================

------2 nd----


অনেক সময়, বিশেষ কোরে  Hd এর Mkv ফরমেটের ভিডিও গুলি সাধারন ভাবে ওডিও শোনা জাই না,তাই Max এর ইস্কিনে ফরমেটিং অডিও চেনজারে গিয়ে Decoder টা  একবার H/W বা S/W কোরতে হয়।

তা আমি বোলবো সব থেকে ভালো মেথোড হোচছে Decoder টা সব সমের জন্য S/W কোরে রাখতে।
এটি অল টাইমের জন্য কোরে রাখলে বার বার চেইনজ করা লাগবেনা।
**মূল কথা এই সেটিং এ,আপনি সব ভিডিও-র  অডিও শুনতে পারবেন।
এটা কোরতে হোলে

 Open MX Player. go to Settings > Decoder এ জান

সটে দেবা ৩ টেতেই টিক দিন।
তা হোলে অল টাইমের জন্য অলটারনেড হোয়ে জাবে,বার বার চেইনজ করা লাগবেনা।


-----3rd-----

ভোডিওর আবার প্রচুর ধরনের ফরমেট থাকে, Max Player এ আপনি সব ধরনের ফরমেটিই ভিডিও  দেখতে পারবেন।

কিন্তু, অনেক সময় এমন কিছু ভিডিও ফরমেট পেলেন সেটা Max Player এ শো কোরছেনা।
নো টেনশন,
Max Player এখানেও দারুন একটা সেটিং  দিয়ে রেখেছে।

আগে বোলে রাখি,
নানা ধরনের ফাইল, ভিডিও Etc এ গুলো কি ধরনের সেগুলোর নামের শেষে (.) এর পর ফাইল কি টাইপের দেবা থাকবেই।

ভিডিওর এর টাইমে জোদী বোলি--
ভিডিও এর নানা টাইপ।
নামের শেষে দেখবেন লেখা থাকবে ভিডিও টা কি ধরনের
যেমোন ;
.3gp;
.3gp2;
.mkv;
.avi;
.vob;
.mov;
.mpg;
.flv;
.rmvb;
.wmv;
.dat;


নামের শেষে ঠিক এই রকোম থাকবে।।
ইত্যাদি এই রকোম প্রচুর ফরমেট ভিডিও পেয়ে থাকবেন।
প্রায় সবই Max এ চোলবে।

এবার জেগুলো চোলবেনা,
সেটি কি ফরমেটের এর ভিডিও নামের এর শেষে দেখে নিলেন,এবার Add  সেটিং  এ গিয়ে (.) দিয়ে ছোটো হাতে ওই  কি ফরমেটিং টাইপ সেটা লিখে দিলেন, তারপর সেভ কোরে, মেইন জাইগায় এসে, রিফ্রেশ কোরলেই দেখবেন সে ভিডিও টা চোলে এসছে মেইন মেনুতে।
বিশেষ, ডিভিডি,সিডি এর থেকে জে ভিডিও গুলো কপি কোরা হয়, তার মোধ্যে বেশির ভাগ ভিডিও ফরমেটিং গুলো হয় (.)dat
এটা mx এ কি ভাবে কোরবেন তাই তো ,
ওকে তাহোলে =

go to Settings >list > File Extensions > add এ জান
এবার মেইন মেনুতে  রিফ্রেস করুন, দেখবেন max এ সেই ফরমেটের ভিডিও গুলো শো কোরছে।।

আশা কোরি, সব বুঝতে পারবেন,সব মেথোড গুলি।


ফেসবুকে আমি==